ইরানের চা রপ্তানি বেড়েছে ৫১ শতাংশ
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/12/2706420.jpg)
চলতি ইরানি বছরের শুরু (২১ মার্চ) থেকে এপর্যন্ত ১২ হাজার ৫৭১ মিলিয়ন টন চা রপ্তানি করেছে ইরান। এই রপ্তানি থেকে দেশটির ১৮ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইরান চা সংস্থার প্রধান হাবিবুল্লাহ জাহানসাজ জানান, আগের বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি ওজনের দিক দিয়ে বেড়েছে ৫১ শতাংশ এবং মূল্যের দিক দিয়ে বেড়েছে ৪০ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে ইরানি চায়ের জন্য অনুকূল অবস্থা রয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, বর্তমানে কৃষি পণ্যটি ইউরোপ ও এশিয়ার ৩৪টি দেশে রপ্তানি করছে ইরান।
তবে চা আমদানিও করে থাকে ইরান। দেশটি প্রধানত ভারত, শ্রীলঙ্কা ও কেনিয়া থেকে চা আমদানি করে।
জাহানসাজের তথ্যমতে, ইরানিরা বছরে ১ লাখ ৫ হাজার টন চা ভোগ করে থাকে। আর দেশীয় উৎপাদকরা রপ্তানি করে মাত্র ২৫ হাজার টন।
ইরানে বর্তমানে ২৫ হাজার হেক্টর জমিতে চা বাগান রয়েছে। সবগুলো চা বাগানই উত্তরাঞ্চলীয় গিলান ও মাজান্দারান প্রদেশে অবস্থিত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।