শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের চার মাসের গ্যাস বিক্রির অর্থ আগের পুরো বছরের চেয়ে বেশি: মন্ত্রী

পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০২২ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, ইরান আগে এক বছরে যে পরিমাণ অর্থের গ্যাস বিক্রি করতো চলতি বছরের প্রথম চার মাসে তার চেয়ে বেশি অর্থের গ্যাস বিক্রি করেছে।

গতকাল (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জাওয়াদ ওউজি। তিনি বলেন, ইরান গত চার মাসে চারশ কোটি ডলারের গ্যাস বিক্রি করেছে যা আগের বছরের ১২ মাসের গ্যাস বিক্রির অর্থের চেয়ে বেশি।

পরমাণু ক্ষেত্রে বেশ কিছু ছাড় আদায়ের জন্য যখন আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ইরানের ওপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সর্বোচ্চ চাপ সৃষ্টির তৎপরতা চালাচ্ছে তখন ইরানি তেলমন্ত্রীর পক্ষ থেকে এই ঘোষণা এলো।

জাওয়াদ ওউজি গত বছরের আগস্ট মাসে ইরানের তেল মন্ত্রী হিসেবে নিযুক্ত হন এবং মার্কিন নিষেধাজ্ঞা বানচাল করে দিয়ে জ্বালানি রপ্তানির ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন।

গতকাল সাংবাদিকদের তিনি আরো জানান, নিষেধাজ্ঞার মধ্যেও তেল, গ্যাস এবং তেলজাত পণ্য বিক্রি থেকে হাতে পাওয়া অর্থের পরিমাণ গত চার মাসে আগের বছরের একই সময়ের তুলনায় শতকরা ৫৫ ভাগ বেড়েছে। এর মধ্যে ইরাক গ্যাস আমদানি বাবদ ইরানকে ১৬০ কোটি ডলার পরিশোধ করেছে।

ইরান হচ্ছে ইরাক ও তুরস্কের প্রধান গ্যাস সরবরাহকারী দেশ। এছাড়া, আজারবাইজানকে গ্যাস সরবরাহ করার জন্য তুর্কমেনিস্তানের সঙ্গে চুক্তি সই করেছে। / পার্সটুডে /