শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের চার মনীষীর ভাস্কর্য স্থাপন করা হলো ভিয়েনার জাতিসংঘ দপ্তরে

পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০১৭ 

news-image

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘ দফতরের সামনে ইরানের চার জন কবি ও মনীষীর ভাস্কর্য প্রতিস্থাপন করা হয়েছে।

ওই চার জন হচ্ছেন, আবু আলী সিনা, ওমর খৈয়াম, আবু রেইহান বিরুনি এবং যাকারিয়া রাজি।জাতিসংঘ অনেক আগে থেকেই ইরানের কবি, সাহিত্যিক ও মনীষীদের প্রতি সম্মান দেখিয়ে আসছে। অনেক আগে থেকেই ইরানের বিখ্যাত কবি শেখ সাদি শিরাজির কবিতা নিউইয়র্কে জাতিসংঘ দপ্তরের সদর দরজায় শোভা পাচ্ছে। সূত্র: পার্সটুডে।