বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসের তাকভাইকে সংবর্ধনা

পোস্ট হয়েছে: নভেম্বর ১, ২০১৬ 

news-image
ইরানের বিখ্যাত চলচ্চিত্রকার নাসের তাকভাইকে সংবর্ধনা দেয়া হয়েছে। বরেণ্য এই চলচ্চিত্রকার তার টিভি ধারাবাহিকমাই আঙ্কেল নেপোলিয়নএর জন্যে বেশ খ্যাতি অর্জন করেন। ইরানের ফিল্ম মিউজিয়ামে শনিবার তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
 
ওই অনুষ্ঠানে নাসের তাকভাইয়ের স্বল্পদৈর্ঘ্য ছায়াছবি গ্রিক শিপ’, প্রামাণ্যচিত্র তাজি’ ও লাস্ট রিহার্সেল’ প্রদর্শন করা হয়। নাসের তাকভাইয়ের দুটি প্রামাণ্যচিত্র ইউনেস্কোর বিবেচনার জন্যে দেয়া হয়েছে।অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। নাসের তাকভাই তার বক্তব্যে বলেনশিল্পের মধ্যে সাহিত্য রচনা ব্যক্তির ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। অনেক শিল্পকর্ম মানুষের মন থেকে মুছে গেলেও সিনেমা সহজে মানুষের মনে জায়গা করে নেয়।
সূত্র: তেহরান টাইমস