ইরানের চলচ্চিত্র নির্মাতাকে আজীবন সম্মাননা দিচ্ছে ভারত
পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০১৫
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2015/11/AFM67-400x265-350x232.jpg)
ইরানের চলচ্চিত্র নির্মাতা ও স্ক্রিপ্ট রাইটার দারিউস মেহেরজুইকে আজীবন সম্মাননা দেবে ভারত সরকার। দেশটির ২০তম কেরেলা আর্ন্তজাতকি চলচ্চিত্র উৎসবে তাকে সম্মানতি করা হবে।
সম্প্রতি কেরেলা রাজ্য সরকাররে সংস্কৃতি মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরজুই তার সম্মাননাটি গ্রহণ করবনে। এই উৎসব ৪ ডিসেস্বর থেকে ১১ ডিসেম্বর র্পযন্ত চলবে। ১৯৬৬ সালে ‘ডায়ামন্ড ৩৩’চলচ্চিত্র নির্মাণ করে ইরানের চলচ্চত্রি জগতে পা রাখনে মেহেরজুই । ১৯৬৯ সালে ‘দ্য কাউ’ চলচ্চিত্রের মাধ্যমে ইরানের নামকরা পরিচালকদের নামের পাশে স্থান করে নেন মেহেরজুই। ইরানের চলচ্চিত্রকে নতুন ধারায় নিয়ে আসেন তিনি ।
র্বতমানে ‘দ্য সানতুর প্লেয়ার’ নামে নতুন একটি চলচ্চিত্র নিয়ে কাজ করছনে মেহেরজুই। চলতি মাসেই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: তেহরান টাইমস