রবিবার, ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের গ্রেকো-রোমান দল এশিয়া চ্যাম্পিয়ন

পোস্ট হয়েছে: মার্চ ৩০, ২০২৫ 

news-image

ইরানের গ্রেকো-রোমান দল ২০২৫ এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। ইরানি কুস্তিগিররা পাঁচটি স্বর্ণপদক এবং তিনটি রৌপ্যপদক জিতে শীর্ষস্থান অধিকার করে ‌।

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে টিম মেলি ২০১ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে। উজবেকিস্তান এবং জাপান যথাক্রমে ১৬৮ এবং ১৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে।

ইরানের গ্রেকো-রোমান কুস্তিগির সাইদ এসমাইলি (৬৭ কেজি), দানিয়াল সোহরাবি (৭২ কেজি), মোহাম্মদ নাঘৌসি (৮২ কেজি), মোহাম্মদহাদি সারাভি (৯৭ কেজি) এবং ফারদিন হেদায়াতি (১৩০ কেজি) পাঁচটি স্বর্ণপদক জিতেছেন।

মোহাম্মদমেহদি কেশতকার (৬৩ কেজি), আলীরেজা আবেভালি (৭৭ কেজি) এবং ইয়াসিন ইয়াজদি (৮৭ কেজি) তিনটি রৌপ্যপদক জিতেছেন। প্রতিযোগিতাটি জর্ডানের আম্মানে অনুষ্ঠিত হচ্ছে। সূত্রঃ তেহরান টাইমস