বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের গ্রেকো-রোমান দল অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়ন

পোস্ট হয়েছে: নভেম্বর ৫, ২০১৯ 

news-image

অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে ইরানের গ্রেকো-রোমান দল। রোববার হাঙ্গেরির বুদাপেস্টে টুর্নামেন্টের ফাইনাল লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দেশটি।

চ্যাম্পিয়নশিপে ইরানি মোট ১২২ পয়েন্টের সংগ্রহ নিয়ে প্রথম স্থান লাভ করে। এরপর জরজিয়া ১২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও রাশিয়া ১১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে ইরান তিনটি স্বর্ণ ও তিনটি ব্রোঞ্জসহ মোট ছয়টি মেডেল ঘরে তুলতে সক্ষম হয়।

টুর্নামেন্টের ৬৩ কেজি ওজন-শ্রেণিতে ইরানের মেইসাম দালখানি, ৭২ কেজিতে মোহাম্মাদ রেজা গেরায়ি ও ১৩০ কেজিতে আলি আকবার ইউসেফি তিনটি স্বর্ণপদক লাভ করেন। অন্যদিকে, ৬০ কেজিতে মেহদি মোহসেননেজহাদ, ৬৭ কেজিতে সাজাদ ইমেনতালাব ও ৯৭ কেজিতে মোহাম্মাদ হাদি সারাবি ইরানের পক্ষে তিন ব্রোঞ্জ মেডেল লাভ করে।

চ্যাম্পিয়নশিপে ইরান, জরজিয়া ও রাশিয়ার পর ইউক্রেন (৭৭) চতুর্থ, বেলারুস (৬৯) পঞ্চম, জাপান (৬৫) ষষ্ঠ, তুরস্ক (৬৫) সপ্তম, আরমেনিয়া (৬৪) অষ্টম, কাজাখস্তান (৫৪) নবম ও হাঙ্গেরি  (৪২) দশম স্থান লাভ করে। সূত্র: তেহরান টাইমস।