সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের গ্রেকো-রোমান দলের বিশ্বকাপ জয়

পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০২৩ 

news-image

ইরানের গ্রেকো-রোমান দল রোববার রাতে জর্ডানের আম্মানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর শিরোপা জিতেছে। পার্সিয়ানরা ১৬২ পয়েন্ট নিয়ে প্রথম, জর্জিয়া ৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং আর্মেনিয়া ৮৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করে।

জর্ডানের আম্মানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইরানি কুস্তিগিররা তিনটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ জিতেছে। ৬৩ কেজিতে আহমেদরেজা মোহসেনেজাদ, ৭৭ কেজিতে আলিরেজা আবদেভালি এবং ১৩০ কেজিতে ফারদিন হেদায়াতি তিনটি স্বর্ণপদক জিতেছেন।

৮২ কেজিতে ইয়াসিন ইয়াজদি এবং ৮৭ কেজিতে আলি চৌবানি দুটি রৌপ্যপদক জিতেছেন এবং ৬০ কেজিতে আমিররেজা দেহবোজরগি একটি ব্রোঞ্জ জিতেছেন।

এর আগে গত সপ্তাহে ইরানের ফ্রিস্টাইল দল দলগতভাবে শিরোপা জিতেছে। সূত্র: তেহরান টাইমস