রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের গ্রেকো-রোমান কুস্তিগীর আদভালির ব্রোঞ্জ জয়

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০১৯ 

news-image

চলমান ২০১৯ রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (ডাব্লিউডাব্লিউসি) ব্রোঞ্জ মেডেল জিতেছে ইরানের গ্রেকো-রোমান কুস্তিগীর সাইয়িদ আদভালি। রোববার কাজাখস্তানের নুর-সুলতানে ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

আদভালি ৮২ কেজি ওজন-শ্রেণির ব্রোঞ্জ মেডেল ম্যাচে ইউক্রেনের প্রতিপক্ষ লুরি শাকরিউবাকে ৭-০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন। অন্যদিকে, চীনের কিয়ান হায়তাও উজবেকিস্তানের নুরবেক খাশিমবেকোভকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় লাভ করেন। স্বর্ণ পদক জিতেন জর্জিয়ার লাশা গোবাদজে। ফাইনালে তিনি আজারবাইজানের রাফিগ হুসেইনভকে ৫-৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন।
 
টুর্নামেন্টের আটটি শ্রেণিতে শীর্ষ স্থান অর্জনকারী ছয় জনের প্রত্যেকেই অলিম্পিক বার্থ লাভ করবেন।

কাজাখস্তানের নুর-সুলতানে ২০১৯ ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। টুর্নামেন্টের পর্দা নামবে ২২ সেপ্টেম্বর । এবারের আসরে বিশ্বের ১০২টি দেশের প্রায় এক হাজার কুস্তিগীর প্রতিদ্বন্দ্বিতা করছে। সূত্র: তেহরান টাইমস।