ইরানের গোলেস্তান প্রদেশ থেকে ২৫টি দেশে কৃষিপণ্য রপ্তানি
পোস্ট হয়েছে: মে ২৯, ২০২২

অর্গানিক পণ্য হওয়ার কারণে উত্তর ইরানের গোলেস্তান প্রদেশ থেকে বিশ্বের ২৫টি দেশে কৃষিপণ্য রপ্তানি হয়। ইরানের পার্লামেন্টের কৃষি, পানি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ কমিটির প্রধান মোহাম্মদ জাভেদ আসকারি এই তথ্য জানান।
বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, গোলেস্তান প্রদেশের কৃষি খাতের উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব উৎপাদনের জন্য ভালো সক্ষমতা রয়েছে।তিনি আরও জানান, প্রদেশটি কৃষি, উদ্যানতত্ত্ব, পোল্ট্রি এবং মৎস্যজাত দ্রব্য উৎপাদনে বিশেষ সক্ষমতা উপভোগ করে।
গোলেস্তান তেহরান প্রদেশে প্রয়োজনীয় প্রায় ৫০ শতাংশ প্রোটিন সরবরাহ করে বলে জানান এই কর্মকর্তা।
সূত্র: তেহরান টাইমস।