ইরানের গোলেস্তান জলাভূমিতে পরিযায়ী পাখির মেলা
পোস্ট হয়েছে: নভেম্বর ৮, ২০২০

ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান জলাভূমিতে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। খাবারের খোঁজে ছুটে চলছে বিলের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। উড়ে বেড়াচ্ছে ঝাঁকবেঁধে। তাদের কলকাকলিতে মুখরিত এখন পুরো জলাভূমি।
শরতের মাঝামাঝি রাশিয়ার শীত প্রধান অঞল সাইবেরিয়া হয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরিযায়ী পাখির প্রথম ঝাঁক ইরানে প্রবেশ করেছে। ১০ বা ২০টি করে পাখিকে ঝাঁকে ঝাঁকে উড়তে দেখা যাচ্ছে। রেঞ্জার্স ও স্থানীয় লোকজন গোলেস্তানের জলাভূমি ও গোনবাদ-ই কাবুস শহরের পুকুরগুলোতে পরিযায়ী পাখিদের উড়তে দেখছেন। ধারণা করা হচ্ছে, সামনের কয়েক দিনে পাখিদের আরও কিছু ঝাঁক ডানা মেলবে।
বিভিন্ন জাতের হাঁস, পেলিক্যানস, রাজহাঁস, গ্রেলাগ হংস, শকুন, ফ্লেমিংগো, কোট এবং কর্মরেন্টস সহ বিভিন্ন প্রজাতির অভিবাসী পাখি প্রতি বছর শরতের মাঝামাঝি অঞ্চলের তিন আন্তর্জাতিক বিল- আলমাগোল, আলাগোল ও আজিগোলে অবতরণ করে। শীতকাল এখানে কাটানোর পর আবার ফিরে যায় ঠিকনায়।
প্রতিবছর গোলেস্তানের জলাভূমিগুলিতে গড়ে ৩০ থেকে ৪০ হাজার বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আগমন ঘটে। সাইবেরিয়ায় শীত তীব্র হওয়ার সাথে সাথে এখানে বাড়তেও থাকে পাখিদের কলরব। সূত্র: তেহরান টাইমস।