শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের গোলেস্তানে পর্যটকদের কাছে জনপ্রিয় হচ্ছে ইকো-লজ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০১৯ 

news-image

উত্তরাঞ্চলীয় ইরানের গোলেস্তান প্রদেশে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ইকো-লজ। প্রদেশটিতে ভ্রমণে আসা হাজার হাজার পর্যটক অবকাশ যাপনের জন্য ইকো-লজগুলো বেছে নিচ্ছেন।

স্থানীয় পর্যটন কর্মকর্তা আহমাদ তাজারি বলেন, চলতি ইরানি বছরের প্রথমার্ধে (২১ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর)  ৩৩ হাজারের মতো পর্যটক গোলেস্তান প্রদেশে ভ্রমণে আসেন। যাদের অধিকাংশই থাকার জন্য ইকো-লজগুলোকে বেছে নেন।।

তিনি ব্যাখ্যা করে বলেন, এসব ইকো-লজ টেকসই কর্মসংস্থানের একটি উৎস। এগুলো গৃহস্থালি উপার্জন বৃদ্ধিতে সাহায্য করছে। বিশেষ করে প্রদেশের পল্লি এলাকাগুলোতে গৃহস্থালি আয় বৃদ্ধিতে সাহায্য করছে।  

২০১৮ সালে ইরানের পর্যটন সংস্থার দেওয়া তথ্যমতে, ২০২১ সাল নাগাদ দেশজুড়ে ২ হাজার ইকো-লজ নির্মাণ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি ইকো-লজ ইউনিটে গড়ে সাত থেকে আট জনের কর্মসংস্থান হবে। সেই হিসেবে এই প্রকল্পে দেশটিতে নতুন করে ১ লাখ ৬০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। সূত্র: তেহরান টাইমস।