শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের গাড়ি উৎপাদন ২৩ শতাংশ বেড়েছে

পোস্ট হয়েছে: অক্টোবর ১৮, ২০২৩ 

news-image

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ছয় মাসে (মার্চ ২১ থেকে সেপ্টেম্বর ২২) আগের বছরের একই সময়ের তুলনায় ইরানে গাড়ি উৎপাদন ২৩ শতাংশ বেড়েছে। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্য মতে, ইরানের গাড়ি নির্মাতারা উল্লিখিত ছয় মাসে ৬ লাখ ৪২ হাজার ৯৩০টিরও বেশি গাড়ি তৈরি করতে সক্ষম হয়েছে। আগের ইরানি বছরের প্রথমার্ধে দেশটির গাড়ির উৎপাদনের পরিমাণ ছিল ৫ লাখ ২৪ হাজার ২৫৬টি। খবর ইরনার।

শিল্প মন্ত্রণালয়ের তথ্যমতে, ইরানের গাড়ি নির্মাতারা ষষ্ঠ ইরানি মাস শাহরিভারে (যা ২২ সেপ্টেম্বর শেষ হয়েছে) ৮৯ হাজার ৫৪টি গাড়ি তৈরি করতে সক্ষম হয়েছে। গত বছরের একই মাসের তুলনায় গাড়ি উৎপাদন তিন শতাংশ বেড়েছে।

সূত্র: তেহরান টাইমস