শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের গনবাদে ঘোড় দৌড় প্রতিযোগিতা

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০১৭ 

news-image

ইরানের গোলিস্তান প্রদেশের গনবাদ-ই- কাবুসে ২৪ সপ্তাহের ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে গত বৃহস্পতিবার। এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৭৩ জন প্রতিযোগী। পারস্যের ঘোড়ার শক্তিশালী মেজাজ ও দ্রুত গতি এ প্রতিযোগিতাকে আরো প্রাণবন্ত করে তুলবে।

2381089

ইরানের প্রাচীনতম ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। অতীত সভ্যতার বাহক ও বাহন হিসেবে ঘোড়ার সুখ্যাতি রয়েছে । সূত্র: তেহরান টাইমস।

2381094

2381087

2381092