মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ‘খুনাব’ যাচ্ছে ব্রিটেনের লিফ্ট-অফ ও ভারতের পুনেতে  

পোস্ট হয়েছে: জুন ২০, ২০২১ 

news-image

ব্রিটেনের লিফ্ট-অফ ও ভারতের পুনেতে আয়োজিত চলচ্চিত্র উৎসবে অংশ নিবে ইরানি ছবি ‘খুনাব। গত বছর চলচ্চিত্রটি পরিচালনা করেন মোজতাবা কাসেমি। খুনাবএ অভিনয় করেছেন মেদিয়া জাকেরিফাতিমা সারলাকএলাহি পোরজামশিদসুসান বাশিরজোরাটিশাবনাম ইউসেফি ও সারা সেপাহভান্দ। 

মোজতাবা কাসেমি তেহরানে জন্ম নেন ১৯৭৫ সালে। সিনেমায় তিনি এমএ করেন। অভিনয় ছাড়াও চলচ্চিত্র পরিচালনাপ্রযোজনাচিত্রনাট্য রচনা ও সম্পাদনার কাজে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন। তার সাম্প্রতিক উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে,‘ গিভেহ মাশ রামেজুন’, ‘হোবাব’, ‘বোগজ’,‘রাহে’,‘দুদম্যান’,‘দি ফল’, ‘কাসকো’ এবং খুনাব। ব্রিটেনের লিফট-অফ গ্লোবাল নেটওয়ার্ক হচ্ছে বিশ্বের প্রখ্যাত এক চলচ্চিত্রের আসর। এর সদরদপ্তর পাইনউডকে বলা হয় চলচ্চিত্র শিল্পের বাতিঘর। এদিকে, কোভিডের কারণে ভারতের পুনে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আগামী বছরের ৪ মার্চ থেকে শুরু হবে এবং তা চলবে ১১ মার্চ পর্যন্ত। সাধারণত প্রতিবছরের জানুয়ারি মাসে এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। মেহর