ইরানের খারাজে টিউলিপ উৎসব
পোস্ট হয়েছে: এপ্রিল ১৭, ২০১৭
ইরানের খারাজের চামরান পার্কে চলছে টিউলিপ উৎসব। ১৫ এপ্রিল এ উৎসব শুরুর পর শত শত মানুষকে তা বিমোহিত করছে। ৩৮টি ভিন্ন রংয়ের ৩ লাখ ২০ হাজার টিউলিপ প্রস্ফুটিত হয়ে আছে এ উৎসবে। এবার এধরনের উৎসব ৫ম বারের মত আয়োজন করা হয়েছে। ২১ এপ্রিল পর্যন্ত চলতে এ উৎসব।
সূত্র: তেহরান টাইমস