রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি বেড়েছে ৯ শতাংশ

পোস্ট হয়েছে: অক্টোবর ৪, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম পাঁচ মাসে ইরানের খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। ইরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইন অ্যান্ড অ্যাগ্রিকালচার (আইসিসিআইএমএ) এর প্রতিনিধি পর্ষদের সদস্য মজিদ মোভাফেগ গাদিরি এই তথ্য জানান।  

শনিবার মেহের নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ২১ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত ইরানের খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে।

তিনি জানান, ২১ মার্চ থেকে ২২ আগস্ট ইরান ৩০ লাখ ৫৩ হাজার টন খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি করেছ। এই রপ্তানি থেকে দেশটির আয় হয়েছে ২ দশমিক ১২৩ বিলিয়ন মার্কিন ডলার। ওজন ও মূল্যের দিক দিয়ে যা যথাক্রমে ৮ ও ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।