ইরানের খনিজ ও শিল্প খাতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১১৩ শতাংশ
পোস্ট হয়েছে: মার্চ ১৭, ২০২১

চলতি ইরানি বছরের প্রথম ১১ মাসে (২০ মার্চ ২০২০ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২১) ইরানের খনিজ ও শিল্প খাতে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৮২১ বিলিয়ন ডলার। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের দাপ্তরিক পরিসংখ্যানের এক গবেষণায় এই চিত্র দেখা গেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১১৩ দশমিক ২ শতাংশ বেশি।
চলতি বছরের ওই ১১ মাসে ইরানের ১৩৫টি খনিজ ও শিল্প প্রকল্পে বিদেশি কোম্পানিগুলো এই বিনিয়োগ করেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।