ইরানের খনিজপণ্যের বাণিজ্যে ৪৭ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত
পোস্ট হয়েছে: জানুয়ারি ২০, ২০১৯

চলতি ফার্সি বছরের প্রথম নয় মাসে খনিজ পণ্যের বাণিজ্যে ৪ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত হয়েছে ইরানের। ফিনানসিয়াল ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, উল্লিখিত ৯ মাসে ইরান ৪৪ দশমিক ৭২ মিলিয়ন টন খনিজপণ্য রপ্তানি করেছে। এই রপ্তানি থেকে দেশটির আয় হয়েছে ৭ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার। যা ওজনের দিক দিয়ে আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ কম। তবে মূল্যের দিক দিয়ে ১শতাংশ বেশি।
ইরানের খনি ও খনিজ শিল্প উন্নয়ন এবং সংস্কার সংস্থা প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন মতে, চলতি বছরের প্রথম নয় মাসে ইরান ২ দশমিক ৮৩ মিলিয়ন টন খনিজপণ্য আমদানি করেছে। এতে দেশটির ব্যয় হয়েছে ২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। এই আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক দিয়ে ৩৮ শতাংশ কম এবং মূল্যের দিক দিয়ে কম ৩১ শতাংশ।