ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোদমে চলবে: আয়াতুল্লাহ খাতামি
পোস্ট হয়েছে: জুন ২৪, ২০১৭

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোদমে অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। ইরানের বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপের নিন্দা জানিয়ে তিনি শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন।
আয়াতুল্লাহ খাতামি আরও বলেছেন, সিরিয়ায় দায়েশের (আইএসআইএল) ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শত্রুদের কাছে এ বার্তাই পৌঁছে দেয়া হয়েছে যে, ইরান জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দৃঢ় অবস্থানে রয়েছে এবং নিজের নীতি থেকে সরে দাঁড়াবে না।
তেহরানের জুমার নামাজের ইমাম কুদস দিবস সম্পর্কে বলেছেন, কুদস দিবস ইরানের ইসলামি সরকারকে সম্মানিত করেছে। এ সময় তিনি কুদস দিবসের মিছিলে ব্যাপকভাবে অংশ নেয়ায় উপস্থিত মুসল্লিদের ধন্যবাদ জানান।সূত্র: পার্সটুডে।