ইরানের কেরমানে হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানি বেড়েছে দ্বিগুণ
পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০১৯
চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে (২১ মার্চ ২০১৯ থেকে ২২ সেপ্টেম্বর) ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশ থেকে ২২ লাখ মার্কিন ডলারের হস্তশিল্প পণ্য রপ্তানি হয়েছে। এসব হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানি হয়েছে স্যুটকেসের মাধ্যমে। যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।
ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প দপ্তরের কেরমান প্রাদেশিক অফিসের প্রধান ফেরেইদুন ফায়ালি শনিবার এসব তথ্য জানান। তিনি বলেন, গত বছরের প্রথম ছয় মাসে কেরমান থেকে স্যুটকেস যোগে হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৮ লাখ ৬১ হাজার ডলার।
তিনি আরও জানান, উল্লিখিত সময়ে প্রদেশে আগের বছরের একই সময়ের তুলনায় এবার বিদেশী পর্যটক আগমনের সংখ্যা ১৬ শতাংশ বেশি। ক্রমবর্ধমান এই পর্যটক সংখ্যা স্যুটকেসে রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে জানান তিনি।
প্রতিবেদন মতে, চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে কেরমান থেকে তেলবহির্ভূত পণ্যসামগ্রী রপ্তানির পরিমাণ দাঁড়ায় ২৬৩ মিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১৩ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।