রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের কেরমানে প্রথম চালু হলো কিলিম জাদুঘর

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২১ 

news-image

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে প্রথমবারের মতো চালু হলো কিলিম জাদুঘর। রোববার প্রদেশের সিরজান শহরে এই সাংস্কৃতিক ঐতিহ্য জাদুঘরটি উদ্বোধন করা হয়। এখানে মূলত কিলিম (গালিচা বিশেষ) এবং ইরানের পল্লি অঞ্চলের মানুষ ও যাযাবারদের হাতে-বোনা কাপড় প্রদর্শন করা হবে।

অঞ্চলে এই ধরনের জাদুঘর এই প্রথম। হাতে-বোনা পণ্য বিশেষত সিরজানের শিরিকি পিচ কিলিমকে অঞ্চলের অনন্য স্মৃতিচিহ্ন হিসেবে পরিচিত করানো ও এটির প্রচার-প্রসারে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাদেশিক পর্যটনের প্রধান ফেরেইদুন ফালি এই তথ্য জানান।

৬২০ বর্গমিটার জায়গাজুড়ে অবস্থিত জাদুঘরটিতে হাতে-বোনার ওপর প্রশিক্ষণ কর্মশালাও পরিচালনা করা হবে। সূত্র: তেহরান টাইমস।