বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের কেরমানে পর্যটক বেড়েছে ১৬ শতাংশ

পোস্ট হয়েছে: নভেম্বর ২৬, ২০১৯ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে (২১ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর) দক্ষিণ ইরানের কেরমান প্রদেশে পর্যটন আগমনের সংখ্যা বেড়েছে ১৬ শতাংশ। রোববার কেরমান প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থার মহাপরিচালক ফেরেইদুন ফা’আলি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসে কেরমানে পর্যটকদের সংখ্যা বেড়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি।

কেরমানে ভ্রমণে আসা পর্যটকদের বেশিরভাগ জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, ও চীনের নাগরিক। প্রদেশের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে দাশত-ই লুত মরুভূমি, আরগ-ই বাম, রায়েন শহর, মেইমান্দ রকি ভিলেজ ও শাজদেহ গার্ডেন উল্লেখযোগ্য বলে জানান এই কর্মকর্তা।

দীর্ঘ ইতিহাস ও শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য কেরমান বিখ্যাত। দেশি-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম প্রধান এই পর্যটন গন্তব্যটির ঝুলিতে ৭টি বিশ্ব রেকর্ড, ৭শ জাতীয় রেকর্ড রয়েছে। এখানে রয়েছে প্রায় সাত হাজার প্রাকৃতিক ও ঐতিহাসিক আকর্ষণীয় স্থান ও স্থাপনা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।