ইরানের কেরমানে আবারো শক্তিশালী ভূমিকম্প
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৩, ২০১৭

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার কেরমানের প্রাদেশিক রাজধানীতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, হেজদাক শহরের নিকটে ৫৭ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনভূত হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়ো যায়নি।
এর আগে সোমবার ইরানের পশ্চিমাঞ্চলে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। গত মাসে একই এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬শ মানুষ নিহত হয়। তবে সোমবারের ঘটনায়ও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মঙ্গলবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। এটা ৫৭ কিলোমিটার গভীরে আঘাত হানে। সূত্র: মেহের নিউজ।