ইরানের কৃষি রপ্তানি বেড়েছে ৯ শতাংশ
পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০২১
চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) মূল্যের দিক দিয়ে ইরানের কৃষি পণ্যের রপ্তানি বেড়েছে ৯ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি বেড়েছে। শনিবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) উপপ্রধান মেহরদাদ জামাল অরুনাকি এই তথ্য জানান।
আইআরআইসিএ এর কারিগরি বিষয়ক উপপ্রধান বলেন, চার মাসে ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৫ লাখ টন কৃষি পণ্য রপ্তানি হয়েছে।
উল্লিখিত সময়ে রপ্তানি হওয়া প্রধান প্রধান খাদ্যদ্রব্য এবং কৃষি পণ্য ছিল টমেটো, পেস্তা, তরমুজ, টমেটো পেস্ট, পনির, আপেল, তরমুজ, আলু, খেজুর এবং বিভিন্ন মিষ্টি। রপ্তানি গন্তব্যের শীর্ষে ছিল ইরাক, চীন, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। সূত্র: তেহরান টাইমস।