ইরানের কৃষি পণ্য রপ্তানি বেড়েছে ২০ শতাংশ
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩১, ২০২০

চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে (২০ মার্চ থেকে ২০ ডিসেম্বর) ইরানের কৃষি পণ্য রপ্তানি বেড়েছে ২০ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে। দেশটির কৃষি মন্ত্রী কাজেম খাভাজি এই তথ্য জানান।
মঙ্গলবার পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে খাভাজি জানান, উল্লিখিত সময়ে ৬১ লাখ টন কৃষি পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক দিয়ে যা ২২ শতাংশ বেশি।
এই কর্মকর্তা আরও জানান, বছরের প্রথম নয় মাসে বিদেশে ৮ লাখ ৮৯ হাজার টন উদ্যানজাতীয় পণ্য রপ্তানি হয়েছে।ওজনের দিক দিয়ে যা ৩৮ শতাংশ এবং মূল্যের দিক দিয়ে ৪৩ শতাংশ বেশি। সূত্র: তেহরান টাইমস।