ইরানের কৃষি-খাদ্য রপ্তানি বেড়েছে ২৩ শতাংশ
পোস্ট হয়েছে: মার্চ ১৭, ২০২৪
চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ১১ মাসে (২১ মার্চ ২০২৩ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৪) ইরানের কৃষি ও খাদ্যপণ্যের রপ্তানি মূল্যের দিক দিয়ে ২৩ শতাংশ বেড়েছে। ইরানের হাউজ অব ইন্ডাস্ট্রি, মাইনিং অ্যান্ড ট্রেডের আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য উন্নয়ন কমিটির মুখপাত্র ড. রুহুল্লাহ লতিফি এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইরানের উৎপাদকরা উল্লিখিত ১১ মাসে প্রায় ৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করতে পেরেছে। মেহর নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে।
প্রতিবেদন মতে, উল্লেখিত ১১ মাসে দেশটির মোট তেল বহির্ভূত রপ্তানির সাড়ে ১২ শতাংশ ছিল কৃষি-খাদ্য পণ্য।
উল্লেখিত সময়ের মধ্যে ইরাক ছিল ইরানের কৃষি-খাদ্য পণ্যের শীর্ষ গন্তব্যস্থল। দেশটিতে ইরান ১ দশমিক ৭৮৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সংশ্লিষ্ট পণ্যসামগ্রী রপ্তানি করে। আরব প্রতিবেশী দেশটি খাদ্য ও কৃষি পণ্যের মোট রপ্তানির ৩২ শতাংশই ইরান থেকে আসে। এরপর দ্বিতীয় গন্তব্যস্থল হচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
সূত্র: তেহরান টাইমস