বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের কৃষিপণ্য রপ্তানিতে বছরে আয় ৬ বিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২১, ২০২৩ 

news-image

প্রতি বছর কৃষিপণ্য রপ্তানি করে ৬ বিলিয়ন মার্কিন ডলার আয় করে ইরান। দেশটির কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ইরানের উদ্যানতত্ত্ব বিষয়ক কৃষি উপমন্ত্রী মোহাম্মদ মাহদি বোরোমান্দি জানান, অভ্যন্তরীণ চাহিদা মেটানো ছাড়াও প্রতি বছর ইরান থেকে ৬ বিলিয়ন ডলার মূল্যের কৃষি পণ্য রপ্তানি করা হয়।

শনিবার মাজানদারান প্রদেশে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে আরোপিত নিষেধাজ্ঞার মুখে ইরান বিজয়ী হয়েছে।

তিনি বলেন, শত্রুরা অর্থনীতিকে পঙ্গু করে দিতে এবং খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করার জন্য ইরানের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ, বিশেষ করে একটি অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করেছে। কিন্তু তাদের বিদ্বেষপূর্ণ সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সূত্র: মেহর নিউজ