রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের কিশ দ্বীপে মটরসাইকেল স্টান্ট রাইডিং

পোস্ট হয়েছে: এপ্রিল ১১, ২০১৬ 

news-image

ইরানের কিশ দ্বীপে এই প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে মোটরসাইকেল স্টান্ট রাইডিং প্রতিযোগিতা। কিশ দ্বীপ ইরানে মুক্ত বাণিজ্য এলাকা। প্রতিযোগিতায় ইভেন্টের নাম দেয়া হয় ‘টপ রাইডার’। বেশ কয়েকজন মোটরসাইকেল স্টান্ট রাইডার তাদের দক্ষতা প্রদর্শন করেন যা স্থানীয় বাসিন্দা ছাড়াও বিদেশি নাগরিকরা উপভোগ করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা মেহের।

প্রতিযোগিতায় মোটরসাইকেলের দুর্ধর্ষ চালনা ছাড়াও ট্রাক  রেসিং, ডেথ ডিফাইং জাম্প দিয়ে মোটরসাইকেল চালকরা দারুণ দক্ষতা প্রদর্শন করে। কিজাসি ও কেটিএম ব্রান্ডের মোটরসাইকেল ব্যবহার করেন তারা। পুলিশের সঙ্গে মোটরসাইকেল চালকরা বিভিন্ন ধরনের মহড়ায় মেতে ওঠে।  আর এ প্রতিযোগিতার ভিডিও রেকর্ড করতে ড্রোন ব্যবহার করা হয়। সরাসরি সম্প্রচারের ফলে এ রোমাঞ্চকর অনুষ্ঠান টেলিভিশনে দেখে অনেকে আনন্দ অনুভব করেন। কিশ দ্বীপে প্রচুর বিদেশি পর্যটক এধরনের আয়োজনের প্রশংসা করেন।

সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন