বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের কাছে ১০৬টি বিমান বিক্রির অনুমতি পেয়েছে এয়ারবাস

পোস্ট হয়েছে: নভেম্বর ২৩, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে ১০৬টি যাত্রীবাহী বিমান বিক্রির অনুমতি পেয়েছে ফ্রান্সের বিমান কোম্পানি এয়ারবাস। মার্কিন অর্থ মন্ত্রণালয় এ অনুমতি দিয়েছে এবং আগামী কয়েক বছরে এসব বিমান ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের কাছে সরবরাহ করবে এয়ারবাস।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পররাষ্ট্র সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক বিভাগ এয়ারবাসকে মঙ্গলবার এ লাইসেন্স দিয়েছে। ১০৬টি বিমানের জন্য ইরান এয়ারবাস কোম্পানিকে ২,০০০ কোটি ডলার পরিশোধ করবে।

এয়ারবাস হচ্ছে মূলত ফ্রান্সের কোম্পানি কিন্তু কমপক্ষে শতকরা ১০ ভাগ মালিকানা রয়েছে আমেরিকার হাতে। সে কারণে ইরানের কাছে বিমান বিক্রির ক্ষেত্রে এয়ারবাস কোম্পানিকে অবশ্যই আমেরিকার অনুমতি নিতে হবে।

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বারাক ওবামার প্রশাসন। কিন্তু বিরোধী রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস ইরানের কাছে বিমান বিক্রি করতে দিতে রাজি নয়। অনেক কংগ্রেস সদস্য বলছেন, ইরানের কাছে এ ধরনরে বিমান বিক্রি করলে তেহরান তা সামরিক খাতে কাজে লাগাতে পারে। সূত্র: পার্সটুডে