শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের করোনা ভ্যাকসিন মানুষের দেহে প্রয়োগ শুরু আগামী জুনে

পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০২০ 

news-image

ইরানের দেশীয়ভাবে তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ে মানুষের মাঝে প্রয়োগের পরীক্ষা শুরু হবে আগামী বছরের মাঝামাঝি। ইরানি বর্ষের খোরদাদ (২২ মে থেকে ২১ জুন ২০২১) মাসে এই পরীক্ষা শুরু হবে।

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভায়েস প্রেসিডেন্সির কর্মকর্তা মোস্তাফা কানেয়েই এই তথ্য জানান। তিনি বলেন, ইরানি ভ্যাকসিনের মানব দেহে প্রয়োগের তৃতীয় পর্যায় শুরু হওয়ার কথা রয়েছে ইরানি মাস ওরদিবেহেস্তে (২১ এপ্রিল থেকে ২১ মে ২০২১)। এবং আমরা এবছর (যা শেষ হবে ২১ মার্চ ২০২১) শেষ হওয়ার আগে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায় শুরু করবো।

তিনি আরও জানান, একবার ভ্যাকসিন তৈরি হয়ে গেলে এটা সবাই ব্যবহার করতে পারবে। তবে এটা উল্লেখযোগ্য যে, কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকর নয়। যেমন ফ্লু ভ্যাকসিন ৬০ ভাগ কার্যকর অথবা যক্ষ্মার ভ্যাকসিন এর চেয়েও কম কার্যকর। সূত্র: তেহরান টাইমস।