ইরানের ঔষধি গাছের প্রচারে কাজ করবে ছয়টি উদ্ভাবন কেন্দ্র
পোস্ট হয়েছে: জানুয়ারি ১০, ২০২২

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সি দেশে ঔষধি গাছের সাপ্লাই চেইন তৈরি করতে ছয়টি উদ্ভাবন কেন্দ্র তৈরি করেছে।
তেহরান, কেরমানশাহ, আরদেবিল, হামেদান, ইয়াসুজ এবং গোনাবাদ শহরে উদ্ভাবন কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে। এসব কেন্দ্রের লক্ষ্য ঔষধি গাছের ক্ষেত্রে ধারণা এবং পণ্যের সাথে শিল্পের সহজ প্রবেশাধিকারের পথ প্রশস্ত করা। আইআরএনএ রবিবার এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, উদ্ভাবন কেন্দ্র তৈরির জন্য আরও পনেরোটি আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির ভাইস প্রেসিডেন্সি দেশের এই প্রাচীন শিল্পের বিকাশের জন্য প্রযুক্তিগত পদক্ষেপ নিয়েছে। এই ব্যবস্থাগুলোর মধ্যে, আমরা এই পণ্যগুলোর উৎপাদন এবং ব্যবহার বিকাশের জন্য একটি প্রচারমূলক প্যাকেজের বিকাশের কথা উল্লেখ করতে পারি। সূত্র: তেহরান টাইমস।