মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ওয়ার্ল্ড বুক অ্যাওয়ার্ডের জন্য বই আহ্বান

পোস্ট হয়েছে: জুলাই ১, ২০২১ 

news-image

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ২৯তম ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওয়ার্ল্ড বুক অ্যাওয়ার্ডের জন্য বই আহ্বান করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে ইরানের বর্ষসেরা বইগুলোকে বাছাই করে পুরস্কার দেয়া হবে।

আয়োজকরা জানান, যে কোনো ভাষার বই ইরানের বর্ষসেরা বইয়ের পুরস্কারের জন্য জমা দেয়া যাবে। তবে বই অবশ্যই ইসলামিক স্টাডিজ অথবা ইরানিয়ান স্টাডিজ বিষয়ে হতে হবে। এসব বইয়ের প্রথম সংস্করণ ২০২০ সালে ইরানের বাইরের প্রকাশিত হতে হবে।

উল্লিখিত দুটি মূল বিষয়ের প্রতিটির আবার অনেক অংশ ও উপবিভাগ থাকবে।

অ্যাওয়ার্ড কমিটি বর্ষসেরা বই মনোনয়নের জন্য সকল স্কলার, লেখক, অনুবাদক ও প্রকাশকদের কাছ থেকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট বই আহ্বান করেছে। বই দাখিল ও বিস্তারিত জানতে  www.bookaward.ir এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।