ইরানের ওষুধ রপ্তানি বেড়েছে তিনগুণ
পোস্ট হয়েছে: অক্টোবর ৪, ২০২৩

ইরানের ওষুধ ও খাদ্য প্রশাসনের প্রধান বলেছেন, ইরান ওষুধের রপ্তানি তিনগুণ বাড়িয়েছে। দেশটি এখন বিশ্বের ৪০টি দেশে ওষুধ পণ্য রপ্তানি করছে।
হাইদার মোহাম্মাদি শুক্রবার ওষুধ ও সংশ্লিষ্ট শিল্পের ৮ম আন্তর্জাতিক প্রদর্শনী‘ ইরানফার্মা এক্সপো ২০২৩’ পরিদর্শনের ফাঁকে এই মন্তব্য করেন। আইএসএনএ এই খবর জানিয়েছে।
তিনি বলেন, “ওষুধ রপ্তানি বৃদ্ধি প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের ভালো যোগাযোগের লক্ষণ। আমরা আশা করি জি-৫ শীর্ষ সম্মেলন এবং আঞ্চলিক সহযোগিতায় এই অঞ্চলের জনগণের মানসম্পন্ন ওষুধ প্রাপ্তির বিকাশ ঘটবে”। সূত্র: তেহরোন টাইমস