শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ওষুধ উৎপাদন ক্ষমতা অভ্যন্তরিণ চাহিদার চারগুণ

পোস্ট হয়েছে: অক্টোবর ২০, ২০১৯ 

news-image
স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ও ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগের প্রধান (আইএফডিএ) মোহাম্মদ রেজা শানেহসাজ বলেছেন, অভ্যন্তরিণ চাহিদার চেয়ে দেশে ওষুধ উৎপাদনের ক্ষমতা ৪.৫ গুণ বেশি। তিনি বলেন, অভ্যন্তরিণ ভোক্তাদের জন্য ওষুদের মূল্য হ্রাস করার লক্ষ্যে আমরা নতুন নতুন বাজারের সন্ধানে রয়েছি। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক কমিটির ৬৬ তম অধিবেশনের অবকাশে তিনি বলেন, ওষুধ রপ্তানি ও বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য সুফল বয়ে আনবে।
 
পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে  ওষুধ এবং চিকিত্সা সরঞ্জাম রফতানি, প্রযুক্তিগত জ্ঞান এবং জ্ঞান স্থানান্তরসহ এই দেশগুলির ক্ষমতায়নের সক্ষমতার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান সহযোগিতার ভিত্তি  স্থাপন করতে পারে। ” পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরানের  যৌথ সহযোগিতার কথা উল্লেখ করে  তিনি আরো বলেন, আমরা আমাদের সক্ষমতা অঞ্চলের দেশগুলোর সাথে ভাগাভাগি করতে চাই। মেহর নিউজ।