বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ওষুধ আমদানিতে সাশ্রয় হবে ৫৭০ মিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৪, ২০২০ 

news-image

দেশীয়ভাবে ১৩৫টি ওষুধ উৎপাদনের পরিকল্পনা করছে ইরান। এসব ওষুধ দেশীয়ভাবে উৎপাদন করা গেলে বছরে দেশটির ওষুধ আমদানি থেকে সাশ্রয় হবে ৫৭০ মিলিয়ন মার্কিন ডলার। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির জৈবপ্রযুক্তি উন্নয়নের সচিব মোস্তাফা কানেয়েই এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘‘আমরা ওষুধ আমদানি কমিয়ে বছরে এক বিলিয়ন ডলার সাশ্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।’’

পরিকল্পনা মতে, এক বছর পর ইরানে ১৩৫টি ওষুধ পণ্য উৎপাদিত হবে। এসব ওষুধ উৎপাদনে ইরানের আমদানি ব্যয় কমবে ১৬০ মিলিয়ন ডলার।

মোস্তাফা কানেয়েই আরও জানান, ১৩৫টি ওষুধের মধ্যে ৪৪টির উৎপাদন শুরু হয়েছে। এরমধ্যে সাতটি বায়লোজিক্যাল ওষুধ এবং ৩৭টি ফার্মাসিউটিক্যাল কাঁচামাল।

ইরানের ওষুধ আমদানিকারক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট আমির হোসেইন মোয়েইনিজান্দির তথ্যমতে, গত ইরানি বছরে (২১ মার্চ ২০১৮ থেকে ২০ মার্চ ২০১৯) ওষুধ আমদানির জন্য দেশটির ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি বরাদ্দ করে ১ দশমিক ৩৭৩ বিলিয়ন ডলার। সূত্র: তেহরান টাইমস।