শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারে জাতিসংঘের মুখ্য ভূমিকা প্রয়োজন’

পোস্ট হয়েছে: এপ্রিল ৩, ২০১৬ 

news-image

অস্ট্রিয়ার প্রেসিডেন্ট হেইঞ্জ ফিশার ইরানের ওপর থেকে অবরোধ পুরোপুরি প্রত্যাহারের ব্যাপারে শঙ্কা প্রকাশ করে বলেছেন, ইরান বিরোধী অবরোধ কবে নাগাদ উঠে যাবে তা নিয়ে তার সন্দেহ রয়েছে। আইআরআইবিকে দেয়া এক সাক্ষাতকারে হেইঞ্জ ফিশার বলেন, পশ্চিমা দুনিয়া কবে নাগাদ এ অবরোধ প্রত্যাহার করে নেবে তা পরিষ্কার নয়।

ইরানের ওপর ১৩ বছর ধরে অবরোধ চলার পর দীর্ঘ আলোচনার মাধ্যমে জাতিসংঘের তত্ত্বাবধানে সম্প্রতি তা প্রত্যাহার করে নেয়া হয়। ইরান আশ্বাস দিয়েছে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করার। কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে অবরোধকালীন বেশকিছু জটিলতা ইরানকে দুর্ভোগে ফেলছে। তেহরানের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে এখনো কিছু আন্তর্জাতিক ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এজন্যে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট বলছেন, ইরানের ওপর অবরোধ প্রত্যাহারের ব্যাপারে কোনো দেশের নয় বরং জাতিসংঘের মুখ্য ভূমিকা হওয়া উচিত। তিনি বলেন, তার দেশ অস্ট্রিয়া ইরানের ওপর থেকে একা অবরোধ প্রত্যাহার করে নিতে পারে না, যেমন পারে না ইউরোপিয় ইউনিয়ন কিন্তু এ দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের। এমনকি ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত। আমি আশা করি সকল পক্ষ বিষয়টি বিবেচনা করবে।

গত বছর সেপ্টেম্বর মাসে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তার দেশের ২৪০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সহ তেহরান সফর করেন। অবশ্য ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়ার পর এখন পর্যন্ত ২৬টি ব্যাংক তেহরানের সঙ্গে লেনদেন শুরু করতে যাচ্ছে। এসব ব্যাংক সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট ব্যবস্থাপনার মাধ্যমে এধরনের লেনদেন পুনরায় স্থাপনের চেষ্টা করছে। ২০৯টি দেশের ৯ হাজার ৭শ’ ব্যাংক এভাবে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের কাজ করে থাকে। অবরোধের কবলে পড়ে ইরানের অন্তত ৩০টি ব্যাংক এধরনের লেনদেন থেকে নিজেদের বিরত রাখতে বাধ্য হয়।  প্রেস টিভি