শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ওপর অবরোধ কারো উপকারে আসেনি: কানাডার পররাষ্ট্রমন্ত্রী

পোস্ট হয়েছে: এপ্রিল ৩, ২০১৬ 

news-image

ইরানের ওপর অবরোধ আরোপ করার পর কানাডা দেশটির সঙ্গে সম্পর্ক না রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল তার জন্যে দুঃখ প্রকাশ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিওন এখন বলছেন, বর্তমানে তার দেশ ইরানের সঙ্গে পূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক পুনরায় স্থাপন করতে চায়। ২০১২ সালে কানাডা অন্যান্য পরাশক্তি দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে ইরানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার পর ওই সিদ্ধান্ত কোনো কাজে আসেনি বলেও জানান স্টিফেন। তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করা বা দেশটির ওপর অবরোধ আরোপ করায় না কানাডার উপকারে এসেছে, না ইরানের জনগণের কাজে এসেছে…। গত মঙ্গলবার অটোয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে স্টিফেন এ কথা বলেন।

স্টিফেন ডিওন বলেন, কানাডা অবশ্যই ইরানের সঙ্গে পুনরায় পূর্ণ সম্পর্ক স্থাপন করবে। বর্তমানে ইরানে ইতালির দূতাবাসের মাধ্যমে কানাডা ও ইরানের মধ্যে সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা কোনো বিকল্প হতে পারে না। কানাডাকে অবশ্যই তেহরানের সঙ্গে সরাসরি সম্পর্ক শুরু করতে হবে। সূত্র: প্রেস টিভি