ইরানের ঐতিহ্যবাহী স্থানগুলো অধিকতর পর্যটন-বান্ধব করা হচ্ছে
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২০

দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের চাহিদা ও প্রয়োজন পূরণ করে তাদের পরিতৃপ্ত করতে অধিকতর পর্যটন-বান্ধব নীতি প্রণয়ন করছে ইরান। রোববার তেহরান টাইমসকে একথা বলেন দেশটির পর্যটন উপমন্ত্রী ভালি তেইমুরি।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ সব ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলো; বিশেষত যেসব স্থান ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে সেগুলোতে সংরক্ষণ ও পুনরুদ্ধার কৌশল ছাড়াও সব ধরনের পর্যটন পরিকল্পনা গ্রহণ করা উচিত।
কিছু উদাহারণ টেনে মন্ত্রী বলেন, প্রতিটি পর্যটন গন্তব্যের কর্তৃপক্ষের পর্যটকদের প্রয়োজন ও তাদের শরীরিক ও মানসিক চাহিদা পূরণ করার সক্ষমতা থাকতে হবে। যেমন পরিদর্শনের সময় বিরতি নেয়া, চা-কফি পান, ছবি তোলা এবং কেনাকাটার জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ করতে হবে। সূত্র: তেহরান টাইমস