রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের এলপিজি রপ্তানি বেড়েছে ৮৬ শতাংশ

পোস্ট হয়েছে: জানুয়ারি ১০, ২০২৩ 

news-image

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শুরু থেকে (২১ মার্চ ২০২২) ৩১ ডিসেম্বর পর্যন্ত ইরানের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানি বেড়েছে ৮৬ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) তথ্যে এই চিত্র দেখা্ গেছে।ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দেশের গ্যাস রপ্তানিতে নতুন রেকর্ড গড়তে উল্লেখিত সময়ের মধ্যে ৬ দশমিক ৭৮৩ বিলিয়ন ডলার মূল্যের এলপিজি রপ্তানি করেছে।ইসলামি প্রজাতন্ত্র আগের ইরানি ক্যালেন্ডার বছরের একই সময়ে ৩ দশমিক ৬৫১ বিলিয়ন ডলার মূল্যের এলপিজি রপ্তানি করে।মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের বেশিরভাগই এলপিজি রপ্তানি হয়েছে চীনে। চায়না জাহাজ মালিকরা ২০১৪ এবং এরপর ২০১৮ সালে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে খুব বড় গ্যাস ক্যারিয়ারের একটি আরমাদা তৈরি করে। সূত্র: তেহরান টাইমস।