মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের এক মাসে ১২১ মিলিয়ন ডলারের খনিজপণ্য রপ্তানি

পোস্ট হয়েছে: জুন ১০, ২০১৯ 

news-image
চলতি ফারসি বছরের প্রথম মাসে (২১ মার্চ থেকে ২০ এপ্রিল) ১২১ মিলিয়ন মার্কিন ডলারের খনিজ পণ্য রপ্তানি করেছে ইরান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে। 
 
পরিসংখ্যান মতে, চলতি বছরের প্রথম এক মাসে ইরান থেকে ১৮ লাখ ৯২ হাজার টন খনিজ পণ্য রপ্তানি হয়েছে। যা থেকে দেশটির আয় হয়েছে ১২১ মিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি ওজনের দিক দিয়ে বেড়েছে ২১ শতাংশ। আর মূল্যের দিক দিয়ে বেড়েছে ৪৩ শতাংশ। 
 
বৈদেশিক বাণিজ্যের ওই পরিসংখ্যানে আরও দেখা গেছে, চলতি বছরের প্রথম এক মাসে এককভাবে গ্যাস কনডেনসেট রপ্তানি হয়েছে ৮৫ লাখ ২৭ হাজার টন। যা থেকে আয় হয়েছে ২ দশমিক ৫৪৭ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা ওজনের দিক দিয়ে ১৮ দশমিক ৩ শতাংশ বেশি এবং মূল্যের দিক দিয়ে ৪৩ শতাংশ বেশি। 
 

আইআরআইসিএ’র তথ্য মতে, গত বছরের প্রথম মাসে খনি খাতের রপ্তানির পরিমাণ ছিল ১৫ লাখ ৬২ হাজার টন। এই রপ্তানি থেকে আয় হয় ৮৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।