বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের এআই গবেষণায় ১১৫ মিলিয়ন ডলার বরাদ্দ

পোস্ট হয়েছে: জানুয়ারি ২২, ২০২৫ 

news-image

ইরানের সার্বভৌম সম্পদ তহবিল দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকল্পে কাজ করা বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রগুলির জন্য ১১৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং অনুদান বরাদ্দ দিয়েছে।

প্রেস টিভি তথ্যমতে, ইরানের জাতীয় উন্নয়ন তহবিল (এনডিএফআই) এবং ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের অংশ হিসেবে রোববার এই বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে।

চুক্তির অংশ হিসেবে, এনডিএফআই বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি গবেষণা কেন্দ্রগুলিতে এআই প্রকল্পগুলিকে বাণিজ্যিকীকরণে সহায়তায় ১৫ দশমিক ৬ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দেবে।

এনডিএফআই জানিয়েছে, ইরানে এআই প্রকল্পগুলিকে ঋণের আকারে আরও ১০০ মিলিয়ন ডলার প্রদান করা হবে। এতে আরও বলা হয়েছে, বিজ্ঞান মন্ত্রণালয় প্রকল্পগুলির বাস্তবায়ন এবং তহবিল কীভাবে ব্যবহার করা হয় তা তদারকি করবে। সূত্র: মেহর নিউজ