মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের উদ্যোগে ভারতে কুরআন প্রতিযোগিতা

পোস্ট হয়েছে: অক্টোবর ২, ২০১৬ 

news-image

ভারতের রাজধানী নয়া দিল্লিতে ১৭তম জাতীয় কুরআন হেফজ ও তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নয়া দিল্লিতে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আগামী  ১৪ থেকে ১৬ ডিসেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই কুরআন প্রতিযোগিতায় ভারতের ৫০ জন ক্বারি ও হাফেজ অংশগ্রহণ করবেন। ৫ জন বিচারকের উপস্থিতিতে এ অনুষ্ঠান পরিচালিত হবে।

১৭তম জাতীয় এ কুরআন প্রতিযোগিতা শেষ হবে ১৬ ডিসেম্বর। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ভারতে বসবাসরত ইরানি আলেম এবং স্থানীয় ধর্মীয় নেতা ও পণ্ডিতগণ বক্তৃতা পেশ করবেন।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হবে। সূত্র: ইকনা