ইরানের উদ্ভাবিত পদ্ধতিতে মাত্র দুমিনিটে করোনা পরীক্ষা
পোস্ট হয়েছে: এপ্রিল ৬, ২০২০

ইরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষকরা একটি এআই-অ্যাসিস্টেড পদ্ধতি উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন যা দিয়ে মাত্র কয়েক মিনিটে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস শনাক্ত করা যাবে। ‘‘কোভিড-১৯ ডায়াগনস্টিক সিস্টেম’’ নামের পদ্ধতিটি গত শনিবার উম্মোচন করা হয়েছে। এতে ৯৭ শতাংশ নির্ভূলতার সাথে রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করতে বুকের সিটি স্ক্যানের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম ব্যবহার করা হয়।
পদ্ধতিটির নকশা ও তৈরির কাজ করেছে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি। সহযোগিতায় ছিল ইরানের সমস্ত মেডিকেল বিজ্ঞান ইউনিভার্সিটিগুলো।
প্রকল্পটির ব্যবস্থাপক ও বিশ্ব স্থাস্থ্য সংস্থা হু এর এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) কমিটির সদস্য ড. হামিদরেজা রাবিয়েই বলেন, পদ্ধতিটির মাধ্যমে দুমিনিটেরও কম সময়ে কোভিড-১৯ শনাক্ত করা সম্ভব। সূত্র: মেহর নিউজ এজেন্সি।