ইরানের ইয়ুথ ফিল্মমেকিং অলিম্পিয়াডে ইউনিসেফের সহায়তা
পোস্ট হয়েছে: আগস্ট ৩০, ২০১৮

ইরানে অনুষ্ঠিতব্য ইয়ুথ ফিল্মমেকিং অলিম্পিয়াডে আর্থিকভাবে সহায়তা দিচ্ছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। ইরানি বার্তা সংস্থার খবরে বলা হয়, অলিম্পিয়াডের এবারের দ্বিতীয় আসরে আবেদনকারী ও বাছাইকৃত প্রার্থীদের জন্য আংশিক খরচ বহন করবে সংস্থাটি।
ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা মন্ত্রণালয় এবং ইউনিসেফের মধ্যে সহযোগিতা বিষয়ক যে চুক্তি রয়েছে তার অংশ হিসেবে এই অর্থায়ন করছে জাতিসংঘের শিশু তহবিল।
জানা যায়, ইরানের ইসফাহান প্রদেশে শুরু হতে যাওয়া ৩১তম আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে ইরান ইয়ুথ ফিল্মমেকিং অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এতে সহায়তা করছে ইরান ইয়ুথ সিনেমা সোসাইটি ও ফারাবি সিনেমাটিক ফাউন্ডেশন।
ইয়ুথ ফিল্মমেকিং অলিম্পিয়াডে ‘ফিল্ম’ ও ‘স্ক্রিপ্ট’ নামে দুটি বিভাগ থাকছে। আলিরেজা রেজাদাদের সভাপতিত্বে ৩১তম আন্তর্জতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব ইরানের ইসফাহান প্রদেশে ৩০ আগস্ট শুরু হয়ে চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।