ইরানের ইস্পাত রপ্তানি বেড়েছে ৬৯ শতাংশ
পোস্ট হয়েছে: অক্টোবর ২৮, ২০২১

চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে (২১ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর) ইরানের ইস্পাত পণ্য রপ্তানি বেড়েছে ৬৯ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি বেড়েছে।
পরিসংখ্যন মতে, এবছরের প্রথম ছয় মাসে ১ দশমিক ৬২ মিলিয়ন টন ইস্পাত পণ্য রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময়ে রপ্তানির এই পরিমাণ ছিল ৯ লাখ ৬০ হাজার টন।
আগের এক প্রতিবেদনে বলা হয়, চলতি ফারসি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে ৬ দশমিক ৭৬৮ মিলিয়ন টন ইস্পাত পণ্য উৎপাদন হয়। আগের বছরের একই সময়ের তুলনায় যা নয় শতাংশ কম। সূত্র: তেহরান টাইমস।