শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ইস্পাত রপ্তানি বেড়েছে ১১শতাংশ

পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম ১১ মাসে (২১ মার্চ ২০১৯ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২০) ইরানের ইস্পাত রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় এবছর এই রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। খবর আইআরএনএ এর।

প্রতিবেদন মতে, উল্লিখিত ১১ মাসে ইরান ৬৫ লাখ টন ইস্পাত রপ্তানি করেছে।

ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন (ডাব্লিউেএসএ) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন মতে, জানুয়ারি মাসে ইরানের ইস্পাত উৎপাদন বাড়ে ৪৬ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে এই সময়ে বৈশ্বিকভাবে গড় ইস্পাত উৎপাদন প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ১ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে ইরান ২৮ লাখ ৯৫ হাজার টন অপরিশোধিত ইস্পাত রপ্তানি করে। ২০১৯ সালের জানুয়ারিতে ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল ১৯ লাখ ৭১ হাজার টন। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ৪৬ দশমিক ৭ শতাংশ।

ডাব্লিউএসএ আরও জানায়, ২০১৯ সালে ইরানের অপরিশোধিত ইস্পাত উৎপাদন বাড়ে ৩০ শতাংশ। ওই সময়ে বৈশ্বিক গড় প্রবৃদ্ধি ছিল সাড়ে তিন শতাংশ। সূত্র: তেহরান টাইমস।