সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেইনী (রহ.)-এর লেখা কবিতার আবৃত্তির ভিডিও

পোস্ট হয়েছে: জুন ২, ২০২০ 

news-image

ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেইনী (রহ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মহান নেতার লেখা কবিতার আবৃত্তি শুনুন বাংলাদেশের ইমাম ভক্তদের কন্ঠে।কবিতাটির বাংলা অর্থ নিচে দেয়া হলো।

ব্যথিত নয়ন/চাশমে বীমা’র

তোমার অধরোষ্ঠের তিলে হে বন্ধু! আমি বন্দি
তোমার ব্যথিত নয়ন দেখে আমি রোগে আক্রান্ত
নিজ থেকে বিদায় নিয়েছি আমি আনাল হকের ঘণ্টা বাজিয়ে,
মনসুর হাল্লাজের মত শূলির দাবিদার সেজেছি।
প্রিয়তমের বেদনা জ্বেলেছে আমার হৃদয়ে একটি স্ফুলিঙ্গ
তাতে প্রাণ ফিরে পেয়েছি আর হাটে বাজারে খ্যাতিমান হয়েছি।
পানশালার দুয়ার খোলা রাখ
আমার জন্য সারাদিন সারারাত
কারণ, মসজিদ ও মাদ্রাসার প্রতি আমি বেজার হয়েছি।
সংসারবিরাগ ও ভ-ামির জামা ছুঁড়ে ফেলে দিয়ে
বিরান ভূমের পীরের খির্কা পরে হুশিয়ার হয়েছি।
শহরের ওয়ায়েয তাঁর নসিহতে আমাকে ত্যক্ত বিরক্ত করেছেন
মাদকাসক্ত আত্মমগ্নের ফুঁকেই আমি সাহায্যপুষ্ট হয়েছি।
অনুমতি দাও, একবার স্মরণ করি প্রতিমাশালার কথা
আমি তো পানশালার প্রেয়সীর হাতেই জাগ্রত হয়েছি।