ইরানের আরেক প্রতিষ্ঠানের টিকার মানব ট্রায়াল শুরু হচ্ছে
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৮, ২০২১
ইরানের পাস্তুর ইন্সটিটিউটের প্রধান আলিরেজান বিগলারি বলেছেন, দেশটির রাজি রিসার্চ ইন্সটিটিউটের তৈরি ভ্যাকসিন আগামী কয়েক সপ্তাহের মধ্যে মানব পর্যায়ে পরীক্ষা শুরু হবে। অন্যদিকে ইরান ও কিউবার যৌথভাবে তৈরি ভ্যাকসিন আগামী ফেব্রুয়ারিতে মানব ট্রায়ালের তৃতীয় পর্বে প্রবেশ করবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার আইআরআইবি চ্যানেল-১ এ সম্প্রচারিত এক সাক্ষাতকারে তিনি বলেন, রাজি টিকা ও সেরাম রিসার্চ ইন্সটিটিউটের টিকা প্রাণী পর্যায়ে সফল হওয়ায় এথিকস কমিটি টিকাদ্বয়ের অনুমোদন দিয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।