ইরানের আরদাবিলে তিন বাঁধের উদ্বোধন
পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২০

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদাবিল প্রদেশে তিনটি বাঁধ ও একটি সেচ নেটওয়ার্কের উদ্বোধন করলেন প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার তিনি বাঁধগুলোর উদ্বোধন করেন।
৩০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত বাঁধগুলো হলো- মেশগিন শাহরের আহমাদবিগলু, খালখালের বেফরাজারড ও জারমির তাজেখান্দ। তিনটি বাঁধে ৪১ মিলিয়ন কিউবিক মিটারের অধিক পরিমাণ পানি সঞ্চিত করা যাবে। বাঁধগুলো থেকে আশপাশের কাউন্টিগুলোতে সুপেয় পানি সরবরাহ করা হবে।
ইরানের জ্বালানি মন্ত্রী রেজা আরদাকানিয়ান সহ ইরানি কর্মকর্তারা পানির ঘাটতি পূরণে একটি কার্যকর উপায় হিসেবে বাঁধ নির্মাণের ওপর জোর দেন। সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।